৮ কুকুর ছানা হত্যার অভিযোগে সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার
তরুন কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ১১:২১ এএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
রাজধানীর একটি অভিজাত আবাসিক এলাকায় আটটি কুকুর ছানাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে মামলা দায়েরের পর সরকারি এক উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পশুকল্যাণকর্মী ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে ওই সরকারি কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে আজ বুধবার ভোরে পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর বিরুদ্ধে পশুকল্যাণ আইন, ২০১৯ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনে বন্যপ্রাণী বা গৃহপালিত পশুর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন ও হত্যার জন্য জরিমানাসহ কারাদণ্ডের বিধান রয়েছে।
-
ঘটনার বিবরণ: অভিযোগপত্রে বলা হয়েছে, কুকুর ছানাগুলোর উৎপাতের কারণে বিরক্ত হয়ে ওই নারী পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ বা অন্য কোনো উপায়ে ছানাগুলোকে হত্যা করেন। হত্যার পর সেগুলোকে গোপনে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়।
-
ময়নাতদন্ত: পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কুকুর ছানাগুলোর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আটটি নিরপরাধ কুকুর ছানা হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। পশুপ্রেমী সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
গ্রেপ্তারকৃত নারীকে আজ দুপুরে আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।
