‘র্যাডিক্যাল অপটিমিজ‘র্যাডিকম’ সফরের শেষে আবেগাপ্লুত ডুয়া লিপা
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১০:৩০ এএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
জনপ্রিয় পপ তারকা ডুয়া লিপার দীর্ঘ এক বছরের আলোচিত বিশ্ব সংগীত সফর ‘র্যাডিক্যাল অপটিমিজম’ শেষ হওয়ার পথে। আগামী ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে এই যাত্রা শেষ হচ্ছে। সফরের শেষ লগ্নে এসে আবেগাপ্লুত হয়ে পড়েছেন গায়িকা।
গত ২৮ নভেম্বর কলম্বিয়ার বোগোতায় কনসার্ট শেষে নিজের ইনস্টাগ্রামে ডুয়া এই অনুভূতি প্রকাশ করেন এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "এই অবিশ্বাস্য সফর শেষ হয়ে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা। আমি জানি, অনেক শহরে যেতে পারিনি। পরেরবার ঠিক দেখা হবে।"
শাকিরাকে বিশেষ শ্রদ্ধা
কলম্বিয়া হলো বিশ্বখ্যাত তারকা শাকিরার দেশ। সেই উপলক্ষে বোগোতার শোতে ডুয়া লিপা শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’ পরিবেশন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গানের ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে।
ডুয়ার এই শ্রদ্ধার্ঘ্যে মুগ্ধ হয়ে শাকিরা নিজের ইনস্টাগ্রামে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন:
"তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।"
বিরতি এবং নতুন শুরু
গত বছরের ৩ মে প্রকাশিত হয়েছিল ডুয়ার তৃতীয় অ্যালবাম ‘র্যাডিক্যাল অপটিমিজম’। এরপরই একই নামের এই সংগীত সফরে বের হন ডুয়া লিপা। গায়িকা জানিয়েছেন, মেক্সিকো সিটিতে সফর শেষ হওয়ার পর তিনি গান থেকে সাময়িক বিরতি নেবেন।
এর আগে ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ডুয়া বলেছিলেন, টানা পারফর্ম করা শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জিং। এই বিরতির সময় তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং নতুন বছরে, নতুন কিছু নিয়ে ফিরবেন।
