বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

‘ইনশাআল্লাহ শিগগিরই’ দেশে ফিরছেন তারেক রহমান: জানালেন সালাহউদ্দিন

নাজমুল হুদা

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে অবস্থানরত দলটির শীর্ষ নেতার প্রত্যাশিত প্রত্যাবর্তন নিয়ে তিনি সাংবাদিকদের এই ইঙ্গিত দেন।

 

সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ এই তথ্য দেন।

 

ওই রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে সালাহউদ্দিন আহমেদ বলেন,

 

"তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।"

 

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তিনি জানান, এটি ছিল তাদের নিয়মিত স্থায়ী কমিটির সভা। এতে রাজনৈতিক আলোচনা এবং আসন্ন নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচার ও কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ইসি সচিব জানিয়েছিলেন, তারেক রহমান এখনো ভোটার হননি, তবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।