রাত দেড়টায় কেঁপে উঠল ঢাকা! মিয়ানমারে উৎপত্তিস্থল, ৪.৯ মাত্রা
সুমন হোসেন
প্রকাশিত : ০৯:৪১ এএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। প্রাথমিক তথ্যানুযায়ী, ভূমিকম্পটির মাত্রা মাঝারি হলেও, দেশের পাঁচটি বিভাগ থেকে এটি অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের বিস্তারিত তথ্য
ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থাগুলো এর বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে:
-
মাত্রা: যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯ ম্যাগনিচিউড।
-
উৎপত্তিস্থল: ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে (ফালামে)।
-
গভীরতা: ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার।
প্রভাবিত এলাকা ও ঝুঁকি
এই ভূমিকম্পে বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগ থেকে কম্পন অনুভূত হয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশও এর প্রভাবে ছিল।
তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ঝুঁকি বিশ্লেষণ:
-
মিয়ানমার ভারত ও ইউরেশিয়া—দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই দুটি প্লেটের মধ্যবর্তী সীমানাকে ‘সাইগং ফল্ট’ বলা হয়, যা লাখো মানুষকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
-
বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের ২৮ মার্চ মিয়ানমারে ৭.৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল, যার প্রভাব বাংলাদেশ, ভারত ও চীন পর্যন্ত অনুভূত হয়েছিল।
