সোমবার   ০১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৭ ১৪৩২   ১০ জমাদিউস সানি ১৪৪৭

অভিনেত্রী থেকে প্রযোজক শ্বেতা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১ ডিসেম্বর ২০২৫ সোমবার

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবং ‘মাসান’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি এবার প্রযোজক হিসেবে বড় পদক্ষেপে নামছেন। তাঁর প্রযোজনা সংস্থা বান্দরফুল ফিল্মসের ব্যানারে এবার তৈরি হচ্ছে নতুন ছবি ‘নাভা’, যার গল্প আবর্তিত হয়েছে ভারতের রহস্যময় সুন্দরবনের জলাভূমিকে ঘিরে।

শ্বেতার প্রযোজনায় এটি দ্বিতীয় ছবি হলেও, তিনি এটিকে পুরোদস্তুর প্রযোজক হিসেবে তাঁর নিয়মিত যাত্রার শুরু বলে মনে করছেন।

 

‘নাভা’র গল্প: নদী দেবতা ও গোপন রহস্য

 

আকাশ মাহিমির চিত্রনাট্যে ‘নাভা’ একটি লোককথা ও হররের আবহে নির্মিত রোমাঞ্চকর গল্প।

  • কেন্দ্রীয় চরিত্র: তারা নামে এক নারী, যিনি বহু বছর পর তাঁর পূর্বপুরুষের বাড়িতে ফিরে আসেন।

  • রহস্য: বাড়িতে ফেরার পরই তিনি বহু প্রজন্মজুড়ে চলা এক রহস্যের জালে জড়িয়ে পড়েন। এই রহস্যে আছে নদী দেবতার উপাখ্যান, একটি গোপন পারিবারিক অতীত এবং লোককথা।

  • শ্বেতার ভাষ্য: অভিনেত্রী জানান, সুন্দরবন এখানে কেবল পটভূমি নয়; এটিই মূল চরিত্র, যা একই সঙ্গে রক্ষা করে এবং ভয়ও দেখায়। তিনি এমন বৈচিত্র্যময় গল্প দর্শকদের উপহার দিতে চান যা শেষ হওয়ার পরও মনে গভীর ছাপ রেখে যায়।

 

 নতুন দিগন্তের শুরু

 

‘নাভা’র চিত্রনাট্য শুনেই শ্বেতা ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, প্রযোজক হিসেবে তাঁর লক্ষ্য এমন ভারতীয় গল্প তুলে ধরা, যা চরিত্রনির্ভর এবং প্রচলিত ধারার বাইরে গিয়ে মাটির গল্প বলে।

শ্বেতা ত্রিপাঠি বলেন: "প্রযোজক হিসেবে এমন গল্প বেছে নিতে চাই, যা দর্শককে ঝাঁকুনি দেবে। আমার লক্ষ্য এমন গল্পই বেছে নেওয়া, যা আলাদা সংস্কৃতি আর আলাদা দেশের মানুষের মনেও যেন ছুঁয়ে যেতে পারে।"

উল্লেখ্য, এর আগে তিনি ‘মুঝে জান না কহো মেরি জান’ প্রযোজনা করেছিলেন, যাকে তিনি প্রযোজক হিসেবে তাঁর 'শিক্ষাসফরের' মতো একটি নিরীক্ষাধর্মী প্রকল্প বলেছিলেন।