সোমবার   ০১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৭ ১৪৩২   ১০ জমাদিউস সানি ১৪৪৭

তারেক রহমান এখনো ভোটার হননি, তবে ইসি সুযোগ দিতে পারে: ইসি সচিব

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১ ডিসেম্বর ২০২৫ সোমবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হননি, যার ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না। তবে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দিলে আইনগতভাবে তিনি ভোটার এবং প্রার্থী উভয়ই হওয়ার সুযোগ পাবেন—জানিয়েছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

 

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 ভোটার হওয়ার সময়সীমা

 

ইসি সচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেবল ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাঁরাই ভোট দিতে পারবেন। এরপর কেউ ভোটার হলেও তিনি আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

 

সচিবকে তারেক রহমান ভোটার হয়েছেন কি না, জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাঁর জানামতে তারেক রহমান এখনো ভোটার হননি।

 

 তারেক রহমানের সুযোগ এবং ইসির এখতিয়ার

 

তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জানান,

"পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।"

 

এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আইনে ইসির এই এখতিয়ার আছে যে, কমিশন যে কাউকে এই সুযোগ দিতে পারে

 

এদিকে, তারেক রহমান গত ২৯ নভেম্বর জানান, তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এককভাবে নিয়ন্ত্রিত নয়। একই দিনে সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের ফেরায় সরকারের কোনো আপত্তি নেই।

 

 এনআইডি সংশোধনে বিধিনিষেধ

 

ইসি সচিব আরও জানান, আপাতত জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি—এই সাতটি ক্ষেত্রে কোনো সংশোধন করা যাবে না। তবে নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু আছে।