সোমবার   ০১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৭ ১৪৩২   ১০ জমাদিউস সানি ১৪৪৭

জেল থেকে মুক্তির শর্ত: হয় দেশ ছাড়ুন, না হয় মুখ বন্ধ রাখুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১ ডিসেম্বর ২০২৫ সোমবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খান বেঁচে আছেন, তবে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। পিটিআই-এর সিনেটর খুররম জিশান আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছড়ানো ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এই দাবি করেছেন।

 

সিনেটর জিশান জানান, দেশের বর্তমান সরকার ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তায় ভীত হয়ে এই কৌশল অবলম্বন করছে।

 

‘আইসোলেশনে’ রাখার অভিযোগ

 

বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। কিন্তু পিটিআই নেতা জিশান অভিযোগ করেছেন, প্রায় এক মাস ধরে তাকে সম্পূর্ণ 'আইসোলেশনে' রাখা হয়েছে।

  • কারও সাথে দেখা নেই: তার পরিবার, আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতাদেরও তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, যা মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন।

  • সরকারের কৌশল: জিশান ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, তাকে 'আইসোলেশনে' রাখার মূল উদ্দেশ্য হলো তার উপর দেশ ত্যাগের চাপ সৃষ্টি করা।

 

 সরকারের প্রস্তাব: 'দেশ ছাড়ো, চুপ থাকো'

 

সিনেটর জিশানের ভাষ্যমতে, সরকার ইমরান খানের সঙ্গে একটি 'চুক্তি' করার চেষ্টা করছে। এই চুক্তির প্রধান শর্ত হলো:

"ইমরান খানকে দেশ ছেড়ে চলে যেতে হবে এবং চুপ থাকতে হবে। বিনিময়ে তাকে তার পছন্দের জায়গায় যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।"

 

তবে খুররম জিশান দৃঢ়ভাবে জানান, "ইমরান খান যে ধরনের নেতা, তিনি কখনোই এতে রাজি হবেন না।" তিনি নিশ্চিত করেন, ইমরান খান বেঁচে আছেন এবং আদিয়ালা জেলে সুস্থ আছেন।