প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বিয়ের পিঁড়িতে তনুশ্রী
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার
টালিউডের ‘ডিপ ফ্রিজ’খ্যাত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বেড়াতে গিয়ে সদ্য বিয়ে সেরেছেন লাস ভেগাসে। গলায় আনন্দ আর উত্তেজনা মিলেমিশে একাকার। লাস ভেগাসের সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টায় নৈশভোজ সারতে নবদম্পতি যাচ্ছেন লাস ভেগাসের একটি পাঁচতারা হোটেলে। সম্প্রতি একটি গণমাধ্যম যোগাযোগ করতেই ফোনের ওপারে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন তনুশ্রী— সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনো ঘোর কাটেনি। বিশ্বাস হয়েও যেন হচ্ছে না। রাতারাতি ও সবটা ব্যবস্থা করে ফেলল। বাঁধা পড়লাম সাতপাকে।
অভিনেত্রী বলেন, চেনাজানা অনেক দিনের। ভালোবাসার বয়স মাত্র পাঁচ মাস। পাত্র সুজিত বসু আইটি ইঞ্জিনিয়ার। আটলান্টায় থাকেন। ২৮ বছর ধরে প্রবাসী। ভালোবাসার বয়স কম হলে কী হবে, আমাদের প্রেম গভীর বলে জানান তনুশ্রী চক্রবর্তী।
সাতপাকে বাঁধা পড়ার ভাবনাচিন্তা চলছিলই। এরই মাঝে তনুশ্রী ঠিক করেন, হবু বরের সঙ্গে আরও একবার বিদেশ ঘুরে দেখবেন। সেই ভাবনা থেকেই মার্কিন মুলুকে যাওয়া তার। তনুশ্রী বলেন, হঠাৎ সুজিত বসু বলল— চলো বিয়েটা সেরে ফেলি? কিছু বুঝে ওঠার আগেই আয়োজন প্রস্তুত। রাতারাতি সব সেরে ফেলল।
অভিনেত্রী বলেন, এমনকি বিয়ের লেহেঙ্গাও চলে এলো। সঙ্গে মানানসই গহনা। পুরোটাই যেন সিনেমার মতো। ভিডিওকলে পরিবারের সবাইকে সাক্ষী রেখে অতঃপর বিয়ে। তিনি বলেন, তবে দুশ্চিন্তার কারণ নেই। কলকাতায় ফিরে আরও একবার বিয়ে হবে। হিন্দু রীতিনীতি মেনে। সে রকমই ইচ্ছা আছে। অন্যদিকে মার্কিন মুলুকে মেয়ের বিয়ে হচ্ছে। ভিডিওকলে দেখতে দেখতে চোখে পানি মায়ের।
মধুচন্দ্রিমা কোথায় হবে নবদম্পতির? কবে ফিরবেন দেশে?—এমন প্রশ্নের উত্তরে তনুশ্রী বলেন, ফ্লোরিডায় তারা কয়েকটা দিন কাটাবেন। তারপর ঠিক করবেন, ভারতে কবে ফিরবেন। যদিও ফেরার টিকিট কাটা আছে তার। নায়িকা কি তাহলে টালিউডকে বিদায় জানালেন? সঙ্গে সঙ্গে সেই ভাবনা নাকচ করে অভিনেত্রী বলেন, একেবারেই তা নয়; কাজ বন্ধ করব না। সুজিত আমার সঙ্গে কলকাতায় ফিরে আসতে পারে। একটু থেমে তারপর তিনি বলেন, বিদেশের নাগরিকত্ব নেবেন কিনা, সেটিও বিবেচনাধীন। যেখানেই থাকি আমরা একসঙ্গেই থাকব।
এদিকে নায়িকা বউ পেয়ে খুশি আইটি ইঞ্জিনিয়ার সুজিতও। সুদূর লাস ভেগাস থেকে তিনি বলেন, তনুশ্রীর সঙ্গে আলাপ হওয়ার পর বাংলা বিনোদনদুনিয়া সম্পর্কে সবিস্তার জেনেছি। ওকে জীবনসঙ্গী পেয়ে খুশি। আমরা যাতে সুখে থাকতে পারি, তার জন্য সবার শুভেচ্ছা চাই।
