ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ ৫ দাবিতে শাহবাগ মোড় অবরোধ
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার
ভোলা- বরিশাল সেতুর দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। এতে আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে, আটকা পড়েছে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন
ভোলা- বরিশাল সেতুর দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। এতে আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে, আটকা পড়েছে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনছবি: দীপু মালাকার
ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ শুক্রবার বিকেল ৩টায় পূর্ব ঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে শুরু হলেও পরে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করা হয়।
অবরোধের ফলে এ মোড়ের সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা ‘সেতু, সেতু, সেতু চাই, ভোলা-বরিশাল সেতু চাই’, ‘দাবি মোদের একটাই, ভোল-বরিশাল সেতু চাই’, ‘আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কী দাও’সহ নানা স্লোগান দেন।
ভোলা- বরিশাল সেতু নির্মাণের দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা
ভোলা- বরিশাল সেতু নির্মাণের দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরাছবি: দীপু মালাকার
এই কর্মসূচি সামনে রেখে দুপুরের পর থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল আসতে দেখা যায়। সেতু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই বেড়ি বাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা।
ভোলা- বরিশাল সেতুর দাবিতে সড়ক অবরোধ করায় আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে
ভোলা- বরিশাল সেতুর দাবিতে সড়ক অবরোধ করায় আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছেছবি: দীপু মালাকার
আন্দোলনের সমন্বয়কারী আতিক ইয়াসির আকিল প্রথম আলোকে বলেন, ‘আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাহবাগে অবস্থান করব। আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।’
শাহবাগে আন্দোলনে আসা ভোলার গণমাধ্যমকর্মী আদিল হোসেন প্রথম আলোকে বলেন, ভোলার সঙ্গে সড়কপথে দেশের অন্যান্য অংশের যোগাযোগ না থাকায় জেলার প্রাকৃতিক গ্যাস দেশের অর্থনীতিতে খুব বেশি অবদান রাখতে পারছে না। ভোলা বর্তমানে সারা দেশ থেকে বিছিন্ন, সেতু হলে এটি কেটে যাবে।
