ঢাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী ঘোড়াশাল
প্রকাশিত : ০৭:১২ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।
রুবাইয়াত কবির জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬, যা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।
এর আগে ২১ নভেম্বর শুক্রবার এবং পরদিন শনিবার মাত্র ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। শুক্রবারের সেই ভূমিকম্পে রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী ছিল উৎপত্তিস্থল। তৎকালীন ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং উৎসের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ওই কম্পনে ১০ জনের মৃত্যু হয়েছিল এবং ছয়শ’র বেশি মানুষ আহত হয়েছিল।
বিশিষ্ট ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন, আজ ভোরের দিকে সিলেট এবং কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ, ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত দেশে মোট ৬ দফা ভূমিকম্প হয়েছে।
অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, “২১ নভেম্বরের ৫.৭ মাত্রার ভূমিকম্প স্মরণকালের মধ্যে দেশে সবচেয়ে ভয়াবহ ছিল। এর তীব্রতা ভূপৃষ্ঠে এতটাই বেশি যে ঢাকার নগরবাসী ভয়াবহ আতঙ্কিত হয়েছিল। আজও উৎপত্তিস্থল ঢাকা থেকে খুবই কাছে, নরসিংদীর পলাশে।”
তিনটি ভূমিকম্পই নরসিংদী থেকে উৎপত্তি হয়েছে। এই এলাকা বার্মা প্লেট এবং ভারতের ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল বা সাবডাকশন জোনে অবস্থিত। আজ সিলেট ও টেকনাফে যে ভূমিকম্প হয়েছে, তা একই সাবডাকশন জোনের অংশ।
