বৃহস্পতিবার   ২৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৩ ১৪৩২   ০৬ জমাদিউস সানি ১৪৪৭

৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক, এমবাপ্পের চার গোল রিয়ালের জয়

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

রিয়াল মাদ্রিদ গ্রিসের পিরাউসে অলিম্পিকায়োসের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৪-৩ গোলে জয় লাভ করেছে। রিয়ালের এই জয়ের নায়ক ছিলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডের মধ্যে তিনটি গোল করে তিনি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক সম্পন্ন করেন। বিরতির পর ৫৯ মিনিটে করা চতুর্থ গোলের মাধ্যমে পুরো ম্যাচে রিয়ালের জয় নিশ্চিত করেন।

 

ম্যাচের শুরুতে অলিম্পিকায়োস এগিয়ে যায়, ৮ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার চিকিনিওর গোলের মাধ্যমে। এরপর ২২, ২৪ ও ২৯ মিনিটে এমবাপ্পের হ্যাটট্রিক গোল এবং ৫৯ মিনিটের চতুর্থ গোল মিলিয়ে রিয়াল ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে। এমবাপ্পে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে এটি তৃতীয়, পিএসজির হয়ে দুটি হ্যাটট্রিক, এবং এক ম্যাচে চার গোল করার রেকর্ডও তৈরি করেন।

 

এমবাপ্পের এই পারফরম্যান্সে রোনালদোর পাশে নাম লেখালেন তিনি। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে এক ম্যাচে চার গোল করার আগে কেবল রোনালদো, আলফ্রেডো ডি স্টেফানো ও ফেরেঙ্ক পুসকাসই এর স্বাদ নিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ১৮ ম্যাচে ২২ গোলের সাথে এমবাপ্পে এখনও সেরা গোলদাতা।

 

রিয়াল কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, “দল একতাবদ্ধভাবে খেলেছে। জেতা গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে তিন ম্যাচ জয়শূন্য থাকার পর।” গ্রিসের মাটিতে জয় পেয়ে রিয়াল নতুন উদ্দীপনায় ভরে উঠেছে।

 

একই রাতে চ্যাম্পিয়নস লিগে প্যারিসে পিএসজি ৫-৩ গোলে টটেনহামকে হারিয়েছে। ভিতিনিয়ার হ্যাটট্রিক এবং অন্য দুই গোল মিলিয়ে ম্যাচটি ছিল ৮ গোলের রোমাঞ্চ।