কবে বিয়ে করছেন দেব–রুক্মিণী? ইঙ্গিত দিলেন দু’জনই
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১০:২৩ এএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
টলিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্রর সম্পর্ক বহুদিন ধরেই ওপেন সিক্রেট। সিনেমায় একসঙ্গে কাজ, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি—সব মিলিয়ে তাদের গভীর সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহল বাড়ছেই। সবচেয়ে বড় প্রশ্ন—কবে বিয়ে?
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে একই প্রশ্ন শুনে রুক্মিণী মজার ছলেই জবাব দেন। তিনি বলেন,
“যেদিন সবাই এই প্রশ্ন করা বন্ধ করবে, সেদিন আমরা হঠাৎ করেই সবাইকে চমকে দেব।”
তার কথায় স্পষ্ট—বিয়ে নিয়ে পরিকল্পনা আছে, তবে সময়টুকু গোপন রাখা হচ্ছে।
এদিকে দেবকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, তিনি কি টলিউডের ‘সালমান খান’—অর্থাৎ সারা জীবন ব্যাচেলর হতে চান? উত্তরে দেব বলেন,
“আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই ভালো আছি। তবে এর মানে এই নয় যে সারাজীবন সিঙ্গল থাকব। অবশ্যই বিয়ে করব। গোপন পরিকল্পনা চলছে।”
তাদের এসব মন্তব্যে অনুরাগীদের আশায় আরও ইন্ধন মিলেছে—হয়তো খুব শিগগিরই বিয়ের ঘোষণা আসতে পারে এই তারকা জুটির পক্ষ থেকে।
