ভোটার নন তারেক রহমান, দেশে ফিরছেন মধ্য ডিসেম্বরে
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১০:১৬ এএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার নন। তিনি দেশে ফিরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন বলে জানিয়েছেন দলীয় একাধিক সূত্র। আগামী ডিসেম্বরের মধ্যভাগেই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানা গেছে।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, আগে ভোটার ছিলেন—এমন কেউ তালিকা থেকে বাদ পড়লে আবেদন করলেই ‘সাপ্লিমেন্টারি’ তালিকায় যুক্ত হওয়া সম্ভব। মনোনয়নপত্র দাখিলের আগে অবশ্যই ভোটার হতে হবে।
২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির সময় তারেক রহমান লন্ডনে থাকায় ভোটার হননি। তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান সম্প্রতি দেশে এসে ভোটার হয়েছেন; কিন্তু তারেক রহমান এখনও কোনো আবেদন করেননি।
দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উচ্চ আগ্রহ
দলের কয়েকটি সূত্র জানায়, ওমরাহ পালনের পর মধ্য ডিসেম্বরে চার্টার্ড বিমানে ঢাকায় ফিরতে পারেন তিনি। নিরাপত্তার অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নিজস্ব টিমও প্রস্তুত করছে। খালেদা জিয়ার নিরাপত্তা বিবেচনায় দুটি বুলেটপ্রুফ বাস ও গাড়িও কেনা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।
সরকারি মহল এ বিষয়ে জানায়, তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। নিরাপত্তা ও চলাচলসংক্রান্ত যেসব অনুমতি চাওয়া হয়েছে, সেগুলো দেওয়া হয়েছে।
ফিরে থাকবেন গুলশানের ‘ফিরোজা’র পাশের বাড়িতে
গুলশান-২-এর ১৯৬ নম্বর বাড়িতে ওঠার প্রস্তুতি প্রায় শেষ। বাড়িটি সম্প্রতি নামজারি করে বিএনপি চেয়ারপারসনের নামে দলিল হস্তান্তর করা হয়েছে। বাড়িতে সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুলশানের রাজনৈতিক কার্যালয়েই তাঁর অফিস কক্ষ সাজানো হয়েছে।
স্বাগত জানাতে জমায়েত হবে লাখো নেতাকর্মী
দলীয় নেতাদের প্রত্যাশা, তারেক রহমান দেশে ফিরে আসার দিন রাজধানীতে লাখ লাখ নেতা–কর্মীর গণজমায়েত হবে। বিএনপির নির্বাচনী প্রচারণায় এটি বড় উচ্ছ্বাস যোগ করবে বলেও মনে করছেন তারা।
২০০৭ সালের এক-এগারোতে গ্রেপ্তার, নির্যাতন ও জামিনের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখানেই গত ১৭ বছর ধরে অবস্থান করে তিনি দল পরিচালনা করে আসছেন।
