পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার রায় আজ
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল–এর বিরুদ্ধে করা তিনটি দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। দোষী সাব্যস্ত হলে তিনজনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
দুদকের তদন্তে উঠে আসে—ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা নিজের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্যের ভিত্তিতে পূর্বাচল ২৭ নম্বর সেক্টরের ছয়টি প্লট বরাদ্দ নেন। পরে এ ঘটনায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, সাক্ষ্য–প্রমাণে আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির স্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষ ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।
আদালত সূত্র জানায়, গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত–৫ শেখ হাসিনা ও তাঁর সন্তানদের বিরুদ্ধে বিচার শুরু করে। মামলাগুলোতে মোট ৯১ জন সাক্ষীর মধ্যে উল্লেখযোগ্য অংশ জবানবন্দি দিয়েছেন। আসামিদের মধ্যে একমাত্র খুরশীদ আলম কারাগারে আছেন; বাকিরা পলাতক।
তদন্তে বেরিয়ে আসে—শেখ হাসিনা, জয়, পুতুল, শেখ রেহানা এবং রেহানার দুই সন্তান—রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক—মোট ছয়টি ১০ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন। এসব বরাদ্দ ২০২২ সালে রাজউক অনুমোদন করে।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হয়েও অসৎ উদ্দেশ্যে পূর্বাচলে প্লট নেন, যা দণ্ডবিধির ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২)-এর আওতাভুক্ত।
সমস্ত সাক্ষ্য–প্রমাণ এবং যুক্তিতর্ক শেষে আদালত আজ ২৭ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেছে।
