বুধবার   ২৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১১ ১৪৩২   ০৫ জমাদিউস সানি ১৪৪৭

১৬ বছরের নিচে সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞা দিচ্ছে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:০১ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার

মালয়েশিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। আগামী বছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল। সাইবার বুলিং, অনলাইন প্রতারণা ও যৌন হয়রানি থেকে শিশুদের সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মন্ত্রী জানান, বয়স যাচাইয়ের জন্য পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ইলেকট্রনিক যাচাই ব্যবস্থা চালু করা হবে। অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশের মডেল অনুসরণ করে এই নীতি বাস্তবায়ন হবে।

 

অন্তত ৮০ লাখ ব্যবহারকারী থাকা সব সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মকে আগামী জানুয়ারি থেকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স পাওয়ার জন্য বয়স যাচাই ব্যবস্থা, কনটেন্ট নিরাপত্তা ও স্বচ্ছতা নীতিমালা বাধ্যতামূলক করা হবে।

 

সম্প্রতি অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচের শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের আইন পাস করেছে। ডেনমার্ক ও নরওয়ে–ও একই ধরনের আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

 

মালয়েশিয়ার সরকার বিশ্বাস করে, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে শিশুসহ সব ব্যবহারকারীর জন্য অনলাইন পরিবেশ আরও নিরাপদ হবে।