অসংক্রামক ব্যাধি প্রতিরোধে টঙ্গী সরকারি কলেজে সচেতনতামূলক উদ্যোগ
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ১০:০৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শ্রেণিকক্ষ কার্যক্রম শুরুর পূর্বে টঙ্গী সরকারি কলেজে একটি সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগে সভাপতিত্ব করেন মান্যবর অধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন। বিশেষ উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা আশ্রাফি।
অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন অসংক্রামক ব্যাধির দ্রুত বিস্তার, বর্তমান প্রজন্মের ঝুঁকি, এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিরোধমূলক সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্যসচেতনতা, সুষম খাদ্যাভ্যাস, ধূমপান বর্জন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণই অসংক্রামক ব্যাধি প্রতিরোধের প্রধান উপায়।
উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা আশ্রাফি শিক্ষার্থীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষক–শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কলেজের কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
সবশেষে কলেজ প্রশাসন জানায়–নিয়মিত স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি ও ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অসংক্রামক ব্যাধি প্রতিরোধে দীর্ঘমেয়াদি সচেতনতা গড়ে তোলা হবে। টঙ্গী সরকারি কলেজ মনে করে, সুস্থ জীবনধারা গঠনে সচেতনতার বিকল্প নেই।
