তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাবের কমিটি গঠন
তিতুমীর কলেজ প্রতিনিধি: সাদিকুল ইসলাম সাদিক
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ইমরান হোসাইন ইমরুকে সভাপতি ও এহতেশামুল ইসলাম নোমানকে সাধারণ সম্পাদক করে সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাবের ২০২৫–২৬ সেশনের ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ২৫ নভেম্বর (মঙ্গলবার) ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ইমরান হোসাইন ইমরু বলেন, সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব কলেজের একটি ঐতিহ্যবাহী সহশিক্ষামূলক সংগঠন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিতর্কচর্চা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি জাতীয় পর্যায়েও ক্লাবটি কলেজের সুনাম বয়ে আনছে। আমরা চাই যুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে শিক্ষার্থীরা আরও দক্ষ হয়ে উঠুক। নতুন নেতৃত্বের মাধ্যমে জিটিসি ডিসি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।
সাধারণ সম্পাদক এহতেশামুল ইসলাম নোমান বলেন, সরকারি তিতুমীর কলেজের সনামধন্য সংগঠন জিটিসি ডিসি–এর ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ক্লাবের প্রতি কৃতজ্ঞ। চিন্তাশীল ও সত্যনিষ্ঠ যুক্তির মাধ্যমে আমরা আমাদের অবস্থান আরও সুদৃঢ় করে দেশের সর্বত্র ছড়িয়ে যেতে চাই। ইনশাআল্লাহ বিতর্ক জগতে সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব তার সুনাম আরও ছড়িয়ে দেবে।
নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. মুস্তাকিন। সহ-সভাপতি (বিতর্ক উন্নয়ন) উম্মে হাবিবা আক্তার, সহ-সভাপতি (যোগাযোগ) আমিনুল ইসলাম এবং সহ-সভাপতি (ক্যারিয়ার ও কর্মশালা) হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ মিয়া। মহা-পরিচালক (পরিচালক প্যানেল) হিসেবে দায়িত্বে আছেন নীল্ময় হৃদয়। যুগ্ম সাধারণ সম্পাদক (সংবাদ উন্নয়ন ও সমন্বয়) হয়েছেন মহসিন আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (কার্যাদি ও কর্মশালা) নুরুন আফরিন জিপু। সাংগঠনিক সম্পাদক (কলা ও বাণিজ্য অনুষদ) হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলায়মান নাগিব এবং সাংগঠনিক সম্পাদক (বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদ) সারজিস হোসাইন। বাংলা বিতর্ক সম্পাদক হয়েছেন পুরবী সাহা জয়া এবং ইংরেজি বিতর্ক সম্পাদক মো. জাহের উদ্দিন আসিফ। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মতিউর রহমান স্বাধীন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, পাঠচক্র ও কুইজ সম্পাদক সাকিব মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুরজ্জামান সৌরভ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জামিল হাসান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন মো. মাসুদ, ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক মাতলুবুর রহমান, শিক্ষা–সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান আশুরা এবং অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধিতি পাল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফয়সাল উদ্দিন, শাকাওয়াত হোসেন, মো. শহিদুল ইসলাম, বায়েজিদ হাসান বাধন, নামিরা হক দৃষ্টি, মো. রেদোয়ানুল ইসলাম এবং রাকিব হোসেন।
