মহিলাদের পোশাক নিয়ে কুমন্তব্য বন্ধ করুন: সোশ্যাল মিডিয়ায় হুমা
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
সামাজিক যোগাযোগমাধ্যমে নারী তারকাদের পোশাক, লাইফস্টাইল বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কটূক্তি নতুন নয়। এই সাইবার বুলিং ও কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি।
হুমা বলেন, সোশ্যাল মিডিয়ায় নারীদের উদ্দেশে অশ্লীল মন্তব্য বা অশোভন বার্তা পাঠানোকে রাস্তায় কাউকে উত্ত্যক্ত করার সঙ্গে একই অপরাধ হিসেবে দেখা উচিত। তার মতে, ইনবক্সে কুরুচিকর ছবি পাঠানো কিংবা ব্যক্তিগত আক্রমণ করা—এসবের জন্যও আইনগত শাস্তির ব্যবস্থা থাকা জরুরি।
তিনি অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ আছেন যারা দ্বিমুখী আচরণ করেন। “প্রথমে তারা বলেন বিকিনি পরে ছবি দাও। কিন্তু আমি যখন সত্যি পোস্ট করি, তখন তারাই আবার কটাক্ষ করেন। এই দ্বিমুখী মনোভাব ভয়ংকর কষ্ট দেয়,” বলেন হুমা কুরেশি।
এ ছাড়া নারীরা কী পোশাক পরে বাইরে যাচ্ছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন, রাতে কতটা দেরিতে বাড়ি ফিরছেন—এসব নিয়ে মন্তব্য করা বন্ধ করার জোর আহ্বান জানান তিনি।
অভিনেত্রী বলেন, “মহিলাদের জীবনযাপন নিয়ে কুমন্তব্য করা একটি গুরুতর অপরাধ। শাস্তি হওয়া উচিত।”
সম্প্রতি ‘দিল্লি ক্রাইম ৩’ এবং ‘মহারানি ৪’ সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা পেয়েছেন। শক্তিশালী চরিত্রে তার পারফরম্যান্স দর্শকের মনে নতুনভাবে জায়গা করে দিয়েছে।
