বুধবার   ২৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১১ ১৪৩২   ০৫ জমাদিউস সানি ১৪৪৭

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন ১৯ দফা পরিকল্পনা প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১১:১৪ এএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইউক্রেন শান্তি পরিকল্পনা ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় ওয়াশিংটন, কিয়েভ ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সংশোধন করা হয়।

 

প্রাথমিক খসড়ার বেশ কিছু প্রস্তাব নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের উদ্বেগ তৈরি হওয়ায় সংশোধনের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। আলোচনা শেষে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, খসড়াটি চূড়ান্ত না হলেও “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হয়েছে।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে, তবে আরও কিছু বিষয় সমাধান বাকি আছে। আলোচনায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি জানান, পূর্বের খসড়া থেকে ৯টি প্রস্তাব বাদ দেওয়া হয়েছে, যদিও কোনগুলো বাদ গেছে তা প্রকাশ করা হয়নি।

 

ইউরোপীয় কর্মকর্তারা জোর দিয়ে বলছেন—রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বা জব্দ করা রুশ সম্পদের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া ইইউয়ের এখতিয়ারভুক্ত; তাই এই অংশে আপত্তি ছিল তাদের।

 

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব পরিকল্পনাটি কমানোকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখলেও তিনি সতর্ক করে বলেন, সামনে এখনো বেশ কয়েকটি বড় জটিলতা রয়েছে।

 

ট্রাম্পের শান্তি পরিকল্পনার খসড়া অনুযায়ী, যুদ্ধ বন্ধের বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা ছাড়তে হতে পারে, সামরিক বাহিনীর আকার সীমিত করতে হতে পারে এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা ছেড়ে দিতে হতে পারে।

 

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। জেলেনস্কি বলেন, এখন তাদের সামনে কঠিন সিদ্ধান্ত—“আমরা কি মর্যাদা হারানোর ঝুঁকি নেব, নাকি একটি গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নেব?”

 

এদিকে ইউরোপের ৯ দেশ, জাপান, কানাডা ও ইইউ কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে বলেন, ইউক্রেনের সামরিক শক্তি সীমিত করার প্রস্তাব দেশটির ভবিষ্যৎ নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে।