লিগ্যাল এইডে দুই মাসে ছয় হাজার অভিযোগ জমা
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১০:৪৮ এএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ভরণপোষণ, দেনমোহর ও যৌতুকসংক্রান্ত অভিযোগই লিগ্যাল এইড কার্যালয়ে জমা পড়া মোট আবেদনগুলোর ৮৭ শতাংশ। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতার নতুন বিধানের কারণে ১২ জেলায় লিগ্যাল এইড অফিসগুলোতে নারীদের অভিযোগ দ্রুত বাড়ছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দুই মাসে সাতটি আইনের আওতায় মোট ৫ হাজার ৯১৬টি আবেদন আসে। এর মধ্যে ৫ হাজার ১২৫টি আবেদনই পারিবারিক বিরোধ, ভরণপোষণ ও যৌতুক–সম্পর্কিত। নিষ্পত্তি হয়েছে ৫১ শতাংশ, বাকি অভিযোগ মীমাংসায় গড়াচ্ছে না।
■ নারীদের কান্না—কেউ উপকৃত, কেউ আরও দ্বন্দ্বে
সাতক্ষীরায় এক তরুণী (২২) দেনমোহর ও ভরণপোষণের আবেদন করেন স্বামীর তালাকনোটিশ পাওয়ার পর। স্বামীর নির্যাতন ও খরচ না দেওয়ার অভিযোগও জানান তিনি।
আরেক নারীর অভিযোগে যৌতুক মামলায় লিগ্যাল এইডের মধ্যস্থতায় মীমাংসা হয়েছে। স্বামী তাকে সংসারে ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন।
তবে ভরণপোষণের আবেদন করা সাতক্ষীরার আরেক নারী জানান, মীমাংসায় স্বামী অঙ্গীকার করলেও টাকা নিয়েই পালিয়ে গেছেন। তিনি দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
■ কোন আইনে কত অভিযোগ
-
পারিবারিক আদালত আইন ২০২৩ (ধারা ৫): ২,৬৫৬টি অভিযোগ
-
যৌতুক নিরোধ আইন (ধারা ৩ ও ৪): ২,৪৬৯টি
-
বাড়ি ভাড়া আইন, বণ্টন আইন, জমি আইন, নন-অ্যাগ্রিকালচারাল টেন্যান্সি আইন: ১৭৬টি
-
পিতা–মাতার ভরণপোষণ আইন: ১৪টি
■ মধ্যস্থতা নিয়ে বিতর্ক
মামলার ভিড় কমাতে অন্তর্বর্তী সরকার ৯টি আইনে মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক করে অধ্যাদেশ জারি করে। নারী অধিকারকর্মীরা যৌতুক বা নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে মধ্যস্থতা বাধ্য করার তীব্র প্রতিবাদ জানান। আপত্তির পর দুটি ধারা বাদ দিয়ে বাকি সাত আইনে ১২ জেলায় পরীক্ষামূলক প্রয়োগ চলছে।
■ বিশেষজ্ঞদের সতর্কতা
সাবেক জেলা জজ ফউজুল আজিম মনে করেন, অর্ধেক অভিযোগ নিষ্পত্তি না হওয়া মধ্যস্থতার সফলতা প্রশ্নবিদ্ধ করে। দক্ষ মধ্যস্থতাকারী তৈরির প্রস্তুতিও কম। সময়ের সঙ্গে লিগ্যাল এইড অফিসে মামলা ও অভিযোগের চাপ আরও বেড়ে যাবে।
■ লিগ্যাল এইড কর্মকর্তার প্রত্যাশা
সাতক্ষীরা লিগ্যাল এইড কর্মকর্তা লিটন দাশ বলেন, নারীরা নিরাপদ স্থান না পেয়ে মধ্যস্থতার ওপরই আস্থা রাখছেন। তবে জনবল ও প্রশিক্ষণ না বাড়ালে প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে।
