হাসিনার মৃত্যুদণ্ডে বড় বাধা ভারত
তরুন কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ১০:০৮ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে চাপ বাড়ানো হচ্ছে, কিন্তু এ পথে বাধা হিসেবে দাঁড়াচ্ছে ভারতের প্রত্যর্পণ নীতিমালা। দুই দেশের মধ্যে এই প্রসঙ্গ নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মানবতাবিরোধী অপরাধ—২০২৪ সালের ছাত্র বিক্ষোভ দমন-পীড়নে তার নেতৃত্বের সময় হত্যার ঘটনা ও দমনসংক্রান্ত সিদ্ধান্তে। বিচারপ্রক্রিয়ায় হাজির ছিলেন না তিনি; বর্তমানে তিনি ভারতের রাজধানীতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।
ঢাকার বিশেষ আদালত ইতিমধ্যেই তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। কিন্তু রায় কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হলে ভারতকে তাকে প্রত্যর্পণ করতে হবে। ভারতের প্রত্যর্পণ আইন এবং দুই দেশের চুক্তিতে রাজনৈতিক অপরাধকে ব্যতিক্রম হিসেবে গণ্য করা হয়, যা হাসিনা প্রত্যর্পণকে জটিল করে তুলেছে।
রাষ্ট্রবিজ্ঞানী মোবাশ্বার হাসান উল্লেখ করেছেন, “তিনি ভারতে লুকিয়ে আছেন, এবং মৃত্যুদণ্ডের রায় তাঁকে ফিরিয়ে আনতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ভারতের দৃষ্টিকোণ থেকে এটি সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং কূটনৈতিক ও নিরাপত্তাগত বিষয় হয়ে উঠেছে।
অন্য দিকে, বাংলাদেশ সরকার এবং অভ্যন্তরীণ বিরোধীদলও বিষয়টিকে নির্বাচন ও ক্ষমতার রাজনীতির বড় এক অধ্যায় হিসেবে দেখছে। আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই ফাইল নতুন রাজনৈতিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়াতে পারে।
