রোববার   ২৩ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৯ ১৪৩২   ০২ জমাদিউস সানি ১৪৪৭

দেড় মাস সম্পর্ক, পরিবারে আয়োজন—মম বিয়ের খবর নিশ্চিত

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার

ছোট পর্দার জনপ্রিয় মুখ মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে। গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিচয় দেড় বছরের হলেও প্রেমের সম্পর্ক মাত্র দেড় মাস। খুব অল্প সময়ে একে অপরকে কাছ থেকে দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। মম বলেন, রাফায়েলের সততা ও সরলতা তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

অভিনয়ের আগে ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করা মম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আজব কারখানাকাগজ

অন্যদিকে, পরিচালক রাফায়েল আহসান নির্মাণ করেছেন নয়ছয় এবং প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’ ও ‘আগস্ট ১৪’-এর মতো কাজগুলোতে। তিনি বলেন, মমর সরলতা ও স্বতঃস্ফূর্ততা তার কাছে বিশেষভাবে আবেদন তৈরি করেছে—যা তাকে বিয়ের সিদ্ধান্তে অনুপ্রাণিত করেছে।