রোববার   ২৩ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৯ ১৪৩২   ০২ জমাদিউস সানি ১৪৪৭

ভূমিকম্পের পর আবহাওয়ায় নতুন বিপদ: ঘূর্ণিঝড় আসছে

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার

সাম্প্রতিক ভূমিকম্পে কাঁপতে থাকা জনমনে এবার নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুর্বল নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিশ্লেষকরা।

 

২৩ নভেম্বরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২৬–২৭ নভেম্বর আন্দামান–নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ লঘুচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানান কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিদ পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

 

তিনি বলেন, সম্ভাব্য এই ঘূর্ণিঝড় কোনদিকে যাবে—এ নিয়ে বিভিন্ন দেশের আবহাওয়া মডেল ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যেকোনো স্থানে এটি আঘাত হানতে পারে। তবে ২৬ নভেম্বরের পর এর গতিপথ ও শক্তি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

কৃষকদের জন্য পূর্বাভাস

 

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩ থেকে ৫ ডিসেম্বর দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তাই দ্রুত পাকা আমন ধান কেটে শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। শীতকালীন সবজি চাষিদেরও বৃষ্টি মাথায় রেখে বীজ ও সেচ ব্যবস্থায় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

 

জেলেদের সতর্কবার্তা

 

আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১ ডিসেম্বরের পর উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। তাই ৩০ নভেম্বরের পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব ট্রলার সমুদ্রে আছে, তাদের ১ ডিসেম্বরের মধ্যেই তীরে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

সেন্টমার্টিন–টেকনাফ অঞ্চল

 

১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ–সেন্টমার্টিনের মধ্যবর্তী সমুদ্র অত্যন্ত উত্তাল থাকতে পারে। এ সময় পর্যটকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

 

ক্রমাগত ভূমিকম্প, তার পর নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস—সব মিলিয়ে দেশের আবহাওয়া পরিস্থিতি এখন বেশ অস্থির হয়ে উঠেছে।