রোববার   ২৩ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৯ ১৪৩২   ০২ জমাদিউস সানি ১৪৪৭

যুক্তরাষ্ট্রে নায়ক মারুফের বাসায় থাকেন মাহিয়া মাহি

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন 

প্রকাশিত : ০৪:২২ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার

চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর কাটানোই তার এই সফরের মূল উদ্দেশ্য। তবে অবসর ভ্রমণের মাঝেও অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শোতে। ভক্তরা মাহির সর্বশেষ আপডেট জানতে পারছেন তার ফেসবুক পোস্টগুলো থেকে।

 

যুক্তরাষ্ট্রে মাহি বর্তমানে থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফের বাসায়। মারুফের আতিথেয়তায় বেশ স্বচ্ছন্দ সময় কাটাচ্ছেন এই নায়িকা। সম্প্রতি তিনি অতিথি হিসেবে উপস্থিত হন চিত্রনায়ক জায়েদ খানের সঞ্চালনায় ঠিকানা টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ।

 

ওই অনুষ্ঠানে মাহি খোলামেলা আলোচনায় তুলে ধরেন তার অভিনয় ক্যারিয়ারের উত্থান-পতন, শিল্পজীবনের নানা অভিজ্ঞতা, ব্যক্তিজীবনের বিশেষ মুহূর্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা। এ নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ।

 

তার যুক্তরাষ্ট্র সফর আরও কয়েক দিন চলবে বলে জানা গেছে। সফরজুড়ে তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যক্তিগত মিটআপ ও ঘুরে দেখার পরিকল্পনাও করেছেন।