সরকারি জমি বরাদ্দ মামলায় হাসিনাসহ ১২ আসামির রায় ২৭ নভেম্বর
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ আসামির বিরুদ্ধে ২৭ নভেম্বর রায় ঘোষণা করবে আদালত।
রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত–৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তারিখ ঠিক করেন।
রাজউক পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যা তথ্য প্রদানসহ নানা দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ডিসেম্বর থেকে এ মামলার তদন্ত শুরু হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, প্রকল্পে সাধারণ মানুষের জন্য বরাদ্দ প্লটগুলো বিশেষ ক্ষমতা ব্যবহার করে নিজেদের নামে নেওয়া হয়। এতে সরকারি স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি বছরের ১০ মার্চ মোট ছয়টি মামলায় ২৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এরপর ৩১ জুলাই থেকে ঢাকার চতুর্থ ও পঞ্চম বিশেষ জজ আদালতে দুই ধাপে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
এ মামলায় যুক্তিতর্ক শেষে আদালত ২৭ নভেম্বরকে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে।
