ঢাকায় রাষ্ট্রীয় সফরে ভুটান প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সাক্ষাৎ
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১০:৩৫ এএম, ২৩ নভেম্বর ২০২৫ রোববার
বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে থাকা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতারা। রবিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।
এর আগে শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের বিমানে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেরিং তোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভুটান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্য খাত এবং ইন্টারনেট ও টেলিযোগাযোগ সংযোগ–সংক্রান্ত দুইটি সমঝোতা স্মারক সই হয়।
স্বাস্থ্য খাতের সমঝোতায় সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। অন্যদিকে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগ সেবা বাণিজ্য চুক্তিতে সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
চুক্তি স্বাক্ষরের আগে ড. ইউনূস ও শেরিং তোবগে একান্ত বৈঠকে বসেন। পরে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ভুটান প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ–ভুটান সহযোগিতা আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
