শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

‘ঈথা’ সিনেমার শুটে দুর্ঘটনা, শ্রদ্ধা কাপুরের পায়ে গুরুতর চোট

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৫:২২ পিএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের বায়োপিক ‘ঈথা’-র শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতের বিনোদন গণমাধ্যম ‘বলি­উড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, সিনেমার একটি নাচের দৃশ্য ধারণ করার সময় তার পায়ে তীব্র চোট লাগে।

 

ঘটনার পরপরই শুটিং বন্ধ করে দেওয়া হয়। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শ্রদ্ধা তখন লাভনি নৃত্যের সাজপোশাক পরে শুটিং করছিলেন। দ্রুত গতিতে নাচতে গিয়ে ভারী শাড়ি, প্রচুর গয়না এবং প্রায় ১৫ কেজি ওজনের কোমরবন্ধনী তার শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে সেই কোমরবন্ধনী খুলে পড়ে এবং তাতেই তার পায়ে আঘাত লাগে।

 

দুর্ঘটনার পর শ্রদ্ধা দ্রুত মুম্বাই ফিরে আসেন। তবে চোট পেয়েও তিনি মুম্বাইয়ে ফিরে বাকি শটের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

এদিকে এই সময়ে আরেকটি বিষয় তাকে আরও চাপের মধ্যে ফেলেছে। তার ভাই সিদ্ধান্ত কাপুরের বিরুদ্ধে ২৫২ কোটির মাদক মামলায় নাম জড়িয়েছে। এ ঘটনায় ইতোমধ্যেই মুম্বাই পুলিশ সিদ্ধান্তকে তলব করেছে।