আন্তর্জাতিক বিরতি শেষে ফিরল ক্লাব ফুটবল: কোন লিগে কোন দল এগিয়ে
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ১০:১৫ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
আন্তর্জাতিক বিরতি শেষে আবারও জমে উঠেছে ক্লাব ফুটবল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মৌসুমের এক–তৃতীয়াংশ পথ পেরিয়ে গেছে। পয়েন্ট টেবিলে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে শিরোপার লড়াই। কোন লিগে কোন দল এগিয়ে—চলুন দেখে নেওয়া যাক।
প্রিমিয়ার লিগ—আর্সেনালের সামনে ‘সুবর্ণ সুযোগ’
গত কয়েক মৌসুমে বারবার খুব কাছে গিয়েও শিরোপা হারিয়েছে আর্সেনাল। এবার পরিস্থিতি তাদের অনুকূলে।
-
লিভারপুল ১১ ম্যাচে ৫ ম্যাচে হেরে আটে নেমে গেছে।
-
ম্যান সিটির পারফরম্যান্সও আগের মতো ধারাল নয়।
আর্সেনালের রাস্তা তুলনামূলক পরিষ্কার। রবিবার নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে জিততে পারলে শিরোপার পথে আরও মজবুত হবে তাদের অবস্থান।
এদিকে ম্যান সিটি খেলবে লিডসের বিপক্ষে, চেলসি বার্নলির বিপক্ষে এবং লিভারপুলের প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট।
লা লিগা—রিয়ালের ঘাড়ে বার্সার গরম নিশ্বাস
শानदार ফর্ম থাকা সত্ত্বেও রিয়াল ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করে আন্তর্জাতিক বিরতিতে যায়। এই হোঁচকে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয়।
-
রিয়াল ১২ ম্যাচে ৩১ পয়েন্ট
-
বার্সা ১২ ম্যাচে ২৮ পয়েন্ট
মাত্র ৩ পয়েন্টের ব্যবধান—এক ম্যাচেই পাল্টে যেতে পারে শীর্ষস্থান।
এই সপ্তাহে:
-
রিয়াল মাদ্রিদ বনাম এলচে (রোববার)
-
বার্সেলোনা বনাম অ্যাথলেটিক বিলবাও (শনিবার)
বুন্দেলিগা—সেই পুরোনো বায়ার্নই রাজা
জার্মান লিগে বায়ার্ন মিউনিখের আধিপত্য চলছে আগের মতোই।
-
বায়ার্ন: ২৮ পয়েন্ট
-
লাইপজিগ: ২২ পয়েন্ট
৬ পয়েন্টের ব্যবধানে বায়ার্ন এগিয়ে। তাদের পরের ম্যাচ ফ্রেইবুর্গের বিপক্ষে। লাইপজিগ খেলবে ব্রেমেনের সঙ্গে। কোনো অঘটন না ঘটলে আবারও বায়ার্নই শিরোপার সবচেয়ে বড় দাবিদার।
সিরি আ—ইন্টার–রোমার কাঁধে কাঁধ লড়াই
ইতালিয়ান লিগ এবার বেশ উপভোগ্য।
১০ ম্যাচ শেষে:
-
ইন্টার মিলান: ২৪ পয়েন্ট
-
এএস রোমা: ২৪ পয়েন্ট
-
এসি মিলান: ২২ পয়েন্ট
-
নাপোলি: ২২ পয়েন্ট
রবিবার মিলান ডার্বি—মৌসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াইগুলোর একটি। নাপোলি খেলবে আতালান্তার বিপক্ষে।
লিগ ওয়ান—পিএসজির রাজত্বে এবার হানা
ফ্রেঞ্চ লিগ সাধারণত পিএসজির দাপটেই থাকে। তবে এবার তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে দু’টি দল—মার্শেই ও লাঁস।
১২ ম্যাচ শেষে:
-
পিএসজি: ২৭
-
মার্শেই: ২৫
-
লাঁস: ২৫
এই সপ্তাহে পিএসজি খেলবে লা হাভরের বিপক্ষে এবং মার্শেই নামবে নিসের বিপক্ষে।
সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবলের এই সপ্তাহটা হতে যাচ্ছে দারুণ রোমাঞ্চকর। ফুটবলপ্রেমীরা প্রস্তুত তো?
