দেশজুড়ে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০, আহত ছয় শতাধিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৩৬ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
শুক্রবার সকালে হঠাৎ অনুভূত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত শিশুসহ ১০ জনের মৃত্যু ও ছয় শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি পাঁচজনের প্রাণহানি হয়েছে নরসিংদীতে, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যান। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে নামতে গিয়ে অনেকেই গুরুতর আহত হয়েছেন। কোথাও কোথাও ভবনের রেলিং ও দেয়াল ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
ঢাকায় পাঁচতলা ভবনের রেলিং ধস
পুরান ঢাকার কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে পড়ে তিন পথচারী—রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮) এবং তাঁর ছেলে রিমন (১২)—মারা যান। স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। ভবনটির পলেস্তারা খসে পড়া ও ফাটলের চিহ্নও পাওয়া গেছে।
নারায়ণগঞ্জে শিশু নিহত
রূপগঞ্জে একটি বাড়ির সীমানাদেয়াল ধসে পড়ে মাত্র ১০ মাস বয়সী ফাতেমার মৃত্যু হয়েছে। তাঁর মা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
নরসিংদীতে পাঁচজনের মৃত্যু
নরসিংদী সদরের গাবতলী এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে দেলোয়ার হোসেন (৪০) ও তাঁর ছেলে ওমর ফারুক (১০) মারা যান। পলাশ উপজেলায় মাটির ঘর ভেঙে পড়ে কাজম আলী ভূঁইয়া নিহত হন। ডাঙ্গা ইউনিয়নে আতঙ্কে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান নাসির উদ্দীন।
ছয় শতাধিক আহত
ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লা মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২০০–এর বেশি আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুর, কুমিল্লা, শ্রীপুরসহ দেশের বিভিন্ন স্থানে শিল্পকারখানায় আতঙ্কে নামতে গিয়ে শত শত শ্রমিক আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক—অনেকেই লাফ দিয়ে আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল, জিয়াউর রহমান হলসহ অন্তত পাঁচটি হলে পলেস্তারা খসে পড়া ও দেয়ালে ফাটলের খবর পাওয়া গেছে। আতঙ্কে তিন-চারতলা থেকে লাফ দিয়ে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন।
চট্টগ্রামে ছয়তলা ভবন হেলে পড়েছে
মনসুরাবাদ এলাকায় ভূমিকম্পের পর একটি পুরোনো ছয়তলা ভবন হেলে পড়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবনটিকে কালো তালিকাভুক্ত করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন তিন হলে ফাটল
নবনির্মিত তাজউদ্দীন আহমদ হল, কাজী নজরুল ইসলাম হল ও ফজিলাতুন্নেছা হলে ফাটল দেখা গেছে। শিক্ষার্থীরা অবহেলা ও নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
শেরেবাংলা ফজলুল হক হলে দেয়াল ফেটে যাওয়ার পর শিক্ষার্থীরা নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন হলটি পরিদর্শন করেছে।
ঢাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর জানিয়েছে, রাজধানীর মালিবাগ, আরমানিটোলা, স্বামীবাগ, বনানী, বসুন্ধরা, কলাবাগান, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অন্তত ১৪টি ভবনে ফাটল বা ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সতর্কতা
খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত হয়েছেন। বারিধারার একটি বাসায় আগুন লাগলেও ভূমিকম্পের সঙ্গে এর সংযোগ এখনো নিশ্চিত নয়।
