শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রাজিলের বেলেমে কপ-৩০ ভেন্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার

দক্ষিণ আমেরিকার ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০–এর ভেন্যুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়তেই বিশাল তাঁবু–নির্ভর এই স্থাপনা থেকে কয়েক হাজার প্রতিনিধিকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, হুড়োহুড়ি করে বেরিয়ে যেতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্যস্ত প্যাভিলিয়ন এলাকায় হঠাৎ আগুন দেখা দেয়। তখন সম্মেলনের আলোচনার শেষ ধাপ চলছিল। ধোঁয়া ও উত্তাপ অনুভব করেই নিরাপত্তাকর্মীরা ভেন্যুর ভেতরে থাকা সবাইকে দ্রুত বেরিয়ে যেতে নির্দেশ দেন।

 

দ্য গার্ডিয়ান জানায়, জনাকীর্ণ প্যাভিলিয়ন থেকে কয়েক হাজার মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। অনেকে আতঙ্কে চিৎকার করতে করতে বেরিয়ে যান—“সালিডা! সালিডা! গেট আউট!”—যা পরিস্থিতির উত্তেজনা ও তাড়াহুড়োকে স্পষ্ট করে।

 

দমকলকর্মীরা আগুন লাগার পরপরই শামিয়ানা ঘেরা অংশে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। আগুনের উৎপত্তিস্থল নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, এটি দেশগুলোর প্যাভিলিয়ন জোন থেকেই শুরু হয়েছিল—যেখানে বিভিন্ন দেশের প্রদর্শনী, আলোচনা ও প্রতিনিধিদের বিভিন্ন কার্যক্রম চলছিল।

 

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে কপ সভাপতির দফতরের একটি সূত্র জানিয়েছে। তবে পরিস্থিতি এখনো পর্যবেক্ষণে রয়েছে।

 

অ্যামাজন অঞ্চলের আগের একটি বিমানবন্দরের জায়গায় নির্মিত এই বৃহৎ তাঁবু–ভিত্তিক ভেন্যুতে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। অগ্নিকাণ্ডের কারণে সম্মেলনের আলোচনার সূচি সাময়িকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনাগুলো আবার শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

দুই সপ্তাহব্যাপী কপ-৩০ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা শুক্রবার (২১ নভেম্বর)। তবে বৈশ্বিক জলবায়ু আলোচনায় সমঝোতার প্রয়োজন হলে সময় বাড়ানোও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।