শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

৩ জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার

ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া এই কম্পনে সারাদেশে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।

 

ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হন। নিহতদের একজন শিশু বলে জানা গেছে। তবে এখনো কারও নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেয়াল ধসে এক নারী এবং টিনসেড ঘরের দেয়াল চাপায় ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম, আরেক প্রতিবেশী জেসমিন বেগমসহ আরও কয়েকজন।

 

উৎপত্তিস্থল নরসিংদীতে বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল। একই উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

 

এদিকে তিন জেলায় মিলে অন্তত ২০৮ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে আতঙ্কিত হয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় ভবনের দেয়াল ও রেলিংয়ে ফাটল দেখা গেছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, হালকা কম্পন হলেও ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পরিদর্শন জরুরি।