নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় তিতুমীর কলেজে ভেন্ডিং মেশিন
সাদিকুল ইসলাম সাদিক : তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য। এ মেশিন থেকে নারী শিক্ষার্থীরা বাজারমূল্যের তুলনায় কম দামে ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের তৃতীয় তলার কমনরুমে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সম্পর্কে নোবেল ইসলাম সূর্য বলেন, ‘তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীদের সুবিধার্থে অ্যাকাডেমিক এলাকায় এই প্রথম ভেন্ডিং মেশিন স্থাপন করা হলো। ইনশাআল্লাহ সামনে প্রতিটি ভবনে একটি করে মেশিন স্থাপনের পরিকল্পনা আছে।’
তিনি বলেন, ‘কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এসব প্রয়োজন মেটাতে ততটা আন্তরিক নয়—তাই নিজেদের উদ্যোগে এই কার্যক্রম শুরু করেছি। শিক্ষার্থীদের জন্য এ ধরনের সেবামূলক কাজ আগেও করেছি, ভবিষ্যতেও করে যাব।’
ছাত্রদল নেতা আরও বলেন, ‘এক বছর ধরে আমরা শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজ নারী শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন স্থাপন করা হলো।’
তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ক্যাম্পাসে নারীর জন্য স্বাস্থ্যবান্ধব পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি। শুধু মেশিন স্থাপন নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সচলতা নিশ্চিত করার দিকেও নজর দেওয়ার তাগিদ দেন তারা।
ভেন্ডিং মেশিন স্থাপনের বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ‘শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে নারী শিক্ষার্থীরা জরুরি সময়ে ক্যাম্পাসের বাইরে না গিয়েই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। সূর্যকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।
