বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের সুখবর দিলেন বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আজ উদযাপন করছেন তাঁর জন্মদিন। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করে শাকিব খানের বিপরীতে একে একে ১২টি সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়জীবনের শুরু থেকেই তিনি আলোচনায় ছিলেন, বিশেষ করে শাকিব খানের সঙ্গে তাঁর জুটি, ব্যক্তিগত সম্পর্ক ও বিভিন্ন বিতর্ক নিয়ে।

 

জন্মদিন মানেই বুবলীর জন্য পরিবারমুখী সময়। প্রতি বছরই পরিবারের সঙ্গে বাসায় উদযাপন করেন, কেক কাটেন, মসজিদে মিলাদ দেন ও এতিমদের খাওয়ান। এবারও তার ব্যতিক্রম নেই। বুবলী বলেন, ‘জন্মদিনটা আমি নিজের মতো করে কাটাই। পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন করি…। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরও ভালো সিনেমা উপহার দিতে পারি।’

 

বর্তমান প্রজন্মের নায়িকাদের মধ্যে আলাদা ফ্যানবেজ তৈরি করতে সক্ষম হয়েছেন বুবলী। দেশ–বিদেশের অসংখ্য ভক্তের ভালোবাসাকে তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখেন।

 

সম্প্রতি তাঁকে দেখা গেছে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিংয়ে, যেখানে তাঁর সহশিল্পী আব্দুন নূর সজল। পাশাপাশি তিনি যুক্ত হয়েছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায়, যেখানে তাঁর বিপরীতে আছেন আদর আজাদ। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটিতে পুরান ঢাকার সংস্কৃতি ও আচার তুলে ধরা হবে। ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।

 

ভক্তদের জন্য সুখবর জানিয়ে বুবলী বলেন, ‘এটি সুন্দর গল্পের একটি সিনেমা। চরিত্রটিও আমার জন্য চ্যালেঞ্জিং। নতুন মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ তিনি আরও জানান, তাঁর হাতে আরও কয়েকটি সিনেমার প্রস্তাব রয়েছে এবং কয়েকটি মুক্তির অপেক্ষায়।

 

সর্বশেষ ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়ান বুবলী। মুক্তির অপেক্ষায় থাকা তাঁর সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’, ‘শাপলা শালুক’সহ আরও কয়েকটি।

 

এত বছর ক্যারিয়ারে বুবলী যেমন আলোচনায় ছিলেন, তেমনি ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে বিতর্কও তাঁকে ঘিরে থাকে। শাকিব খানের সঙ্গে তাঁর জুটি ছিল সুপারহিট, পরবর্তীতে তাঁদের সম্পর্কের টানাপোড়েন বহু আলোচনার জন্ম দেয়। তবে এখন বুবলী নতুন উদ্যমে অন্য নায়কদের সঙ্গে নিয়মিত কাজ করছেন এবং ক্যারিয়ারের দ্বিতীয় দশকে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন।