টাকার অভাবে বন্ধ হচ্ছে স্টার জলসার সিরিয়াল
প্রকাশিত : ০১:১২ পিএম, ২৭ মে ২০১৯ সোমবার

প্রযোজনা সংস্থা দাগ ক্রিয়েটিভ মিডিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে কলকাতার আর্টিস্ট ফোরাম। সংস্থাটির কর্ণধার রানা সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আর্টিস্ট ফোরামের অভিযোগ, গত কয়েক মাস ধরে ৫টি ধারাবাহিকের কলাকুশলীরা পারিশ্রমিক পাচ্ছেন না। প্রায় পাঁচ কোটি রুপি বকেয়া রয়েছে। এর জেরে দুটি সিরিয়াল এরইমধ্যে বন্ধ হয়ে গেছে। বাকিগুলোও বন্ধের পথে।
বকেয়া না মেটানোর অভিযোগে শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলি-সহ অনেকেই।
দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত পাঁচটি মেগা সিরিয়াল হলো জয় বাবা লোকনাথ, খনার বচন, শ্রী চৈতন্য, প্রথম প্রতিশ্রুতি ও আমি সিরাজের বেগম। বেশ আগেই শেষ হয়েছে ‘প্রথম প্রতিশ্রুতি’। অন্য চারটি সিরিয়াল হাতবদল হয়।
১৭ মার্চ শেষ হয় ‘আমি সিরাজের বেগম’। কিন্তু তারপর এখনো অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিকের একটা বড় অংশ বাকি। আর্টিস্ট ফোরামের তরফ থেকে বারবার বলা হলেও এখনো সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।
ফোরামের কার্যনির্বাহী সভাপতি অভিনেতা প্রসেনজিৎ জানান, দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন, কিন্তু এ রকম অবস্থা আগে কখনো দেখেননি।
প্রযোজনা সংস্থা কলাকুশলীদের পারিশ্রমিক থেকে ২০ থেকে ২৫ শতাংশ ট্যাক্স কাটলেও তা এখনো পর্যন্ত সরকারি কোষাগারে জমা পড়েনি। পুরো বিষয়টি আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে। ঘটনার দ্রুত নিষ্পত্তি না হলে, সমস্যার সমাধানে প্রয়োজনে গণ আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে আর্টিস্ট ফোরাম।