মুশফিকের শততম টেস্টে খেলতে না পারার আক্ষেপ জানালেন সাকিব
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটার হিসেবে এটি এক ঐতিহাসিক অর্জন। এই বিশেষ মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন দেশের আরেক মহাতারকা সাকিব আল হাসান।
বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে মুশফিকের সঙ্গে পুরোনো এক টেস্ট ম্যাচের ছবি পোস্ট করেন সাকিব। সেখানে আবেগঘন বার্তায় তিনি লেখেন,
“লর্ডসে আপনার খেলা প্রথম টেস্ট ম্যাচ মনে আছে। বিকেএসপির বিনোদন কক্ষে প্রতিটি বল দেখেছি। সেদিন থেকে আপনি আমার জন্য বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা। আপনি অনেক দিন ধরে খেলছেন এবং সবসময় নিজের সেরাটা দিয়েছেন। বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি। এখনো, সামনে যত দিন খেলব—আপনিই হবেন আমার অধিনায়ক।
মুশফিক ভাই, ১০০তম টেস্টের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাকে শুভকামনা জানাই। যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছি, তেমনি আজও আপনার প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবেন। ইচ্ছে ছিল মাঠে নেমে আপনার সঙ্গে খেলেই এই অর্জন উদ্যাপন করতে।”
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব বর্তমানে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন। দীর্ঘদিন ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নৌকা প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব দেশে ফিরতে পারেননি। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তিনি এখনও দেশের বাইরে অবস্থান করছেন।
এখন তিনি খেলছেন আবুধাবি টি-টেন লিগে। সেখানে রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্বের দায়িত্বে আছেন সাকিব। একই লিগে বাংলাদেশ থেকে আরও খেলছেন সাইফ হাসান ও তাসকিন আহমেদ।
মুশফিকের শততম টেস্টকে ঘিরে দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীদের বড় আগ্রহ দেখা গেছে। সাকিবের আবেগঘন বার্তা সেই মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে।
