বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত : ১১:২৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

২২ বছরের আক্ষেপ ঘোচাললো বাংলাদেশ। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে ১-০ গোলে হারিয়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা পুরনো স্মৃতিকেই যেন ফিরিয়ে আনলো। একমাত্র গোলটি করেছেন শেখ মোরসালিন।

 

২০০৩ সালের ১৮ জানুয়ারি ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রয়াত তারকা ফুটবলার মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। আজ সেই দীর্ঘদিনের জয়ের খরা কাটল মোরসালিনের এক দারুণ ফিনিশিংয়ে।

 

এই জয় বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম জয়। ‘সি’ গ্রুপে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে তিন নম্বরে, দুই পয়েন্ট নিয়ে ভারত রয়েছে গ্রুপের একদম তলানিতে।

 

ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের চমৎকার পাস থেকে গোলটি করেন মোরসালিন। বাঁ পাশ থেকে দ্রুতগতিতে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে ডান পায়ে বল জালে জড়ান তিনি। এর পর বাকি সময়টাতে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও জালে বল পৌঁছায়নি। ৪২ মিনিটে হামজা চৌধুরীর শটের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় গোলের সুযোগ পেলেও তা কাজে লাগানি। ভারত সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় ৩১ মিনিটে। তবে গোলরক্ষক মিতুল মারমা ও হামজা চৌধুরীর শক্ত রক্ষণ হতাশ করে সফরকারীদের।

 

দ্বিতীয়ার্ধে ভারত রক্ষণে চাপ সৃষ্টি করলেও বাংলাদেশের প্রতিরক্ষা দৃঢ় ছিল। খেলোয়াড় পরিবর্তন ও কৌশল বদল সত্ত্বেও ভারতের সমতায় ফেরার চেষ্টা ব্যর্থ হয়। 

 

মূলপর্বে যাওয়ার স্বপ্ন দুই দলেরই শেষ হয়ে গেলেও মর্যাদার লড়াইয়ে মাথা উঁচু করে জয় নিয়ে মাঠ ছাড়লো লাল সবুজের প্রতিনিধিরা।