পরীমনির সঙ্গে তুলনা করায় ক্ষিপ্ত ডাকসু নেত্রী রাফিয়া
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
পরীমনির সঙ্গে তুলনা করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এদিন সেখানে আবারো আনা হয় দুটি বুলডোজার, যা ঘিরে তৈরি হয় উত্তেজনা।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাফিয়া। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে শুরু হয় ধাওয়া–পাল্টাধাওয়া। বিশৃঙ্খলার মাঝে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাফিয়া। এ সময় পাশ থেকে কেউ মন্তব্য করেন–পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন?
এই মন্তব্যের পরই রাফিয়া ক্ষিপ্ত হয়ে উঠেন। দৃশ্যত উত্তেজিত রাফিয়া পুলিশের দিকে এগিয়ে গিয়ে জানতে চান–কে বলেছে আমি পরীমনির মতো ভাইরাল হতে এসেছি? পুলিশের কেন মনে হলো এমন কথা?
তিনি জোর গলায় বলেন, এমন অপমানজনক তুলনা মেনে নেওয়ার মতো নয়, কারণ তিনি কোনো জনপ্রিয়তা নয়, ন্যায়ের দাবি নিয়েই সেখানে উপস্থিত হয়েছিলেন।
পরে রাতেই রাফিয়া নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানান, তিনি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন না।
তার ভাষায় – ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম। জামায়াত, বিএনপি–সবাইতেই আমি ডিজাপয়েন্টেড। এনসিপির প্রতি কিছুটা আশা ছিল, সেটিও আস্তে আস্তে নিভে যাচ্ছে। ‘মন্দের ভালো’ ভেবে কোনো দলে আমি যাব না।
রাফিয়া আরও লেখেন যত দিন মজলুমের ওপর লাঠিচার্জ হবে, যত দিন স্বৈরাচারের প্রেতাত্মা রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে সাওয়ারি হয়ে থাকবে, তত দিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াব। আমার কোনো দল নাই, রাজনৈতিক কোনো স্বার্থ নাই–শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া।
তার এই ক্ষোভ, অবস্থান ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
