মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়:শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায় সম্পর্কে তারা অবগত। ভারতের বিবৃতিতে বলা হয়েছে, “নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতায় অঙ্গীকারবদ্ধ।”

 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি আহ্বান জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে। এটি দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের জন্য অবশ্যপালনীয় দায়িত্ব।

 

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারত গমন করেন শেখ হাসিনা। এই রায়ের পরও ভারত সরকার এখনো আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ করেনি।