মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাব পাস হয়ে গাজা উপত্যকার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবটি গাজা যুদ্ধ শেষ ও স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পিত।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপে অন্তর্বর্তী প্রশাসন গঠন এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দীর বিনিময় অন্তর্ভুক্ত। ইসরায়েল ও হামাস ইতিমধ্যেই এই ধাপে সম্মতি জানিয়েছে।

 

নিরাপত্তা পরিষদের এ পদক্ষেপকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি সেই দেশগুলোর জন্য আশ্বাস দেয় যারা গাজায় সেনা পাঠানোর কথা ভাবছে। প্রেসিডেন্ট ট্রাম্পও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।