শেখ হাসিনা–আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্তের আদেশ
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হলফনামা অনুযায়ী, শেখ হাসিনার নামে ৪ কোটি ৩৪ লাখ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় ২ কোটি ৩৯ লাখ, নগদ ২৮ হাজার টাকা, সঞ্চয়পত্র ২৫ লাখ ও স্থায়ী আমানত ৫৫ লাখ। তিনটি মোটরগাড়ি, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু, আসবাব এবং ১৫ দশমিক ৩ বিঘা কৃষিজমি এবং কয়েকটি প্লট ও বাগানবাড়ি রয়েছে তার নামে।
আসাদুজ্জামান খান কামালের সম্পদের পরিমাণ হলফনামা অনুযায়ী প্রায় ১০ কোটি ২৫ লাখ টাকা (১০ ভরি সোনা ছাড়া)। নগদ ও ব্যাংকে জমা ছিল সাড়ে ১ কোটি, বন্ড ও শেয়ার প্রায় ২৪ লাখ, স্থায়ী আমানত ২ কোটি ১ লাখ। দুটি মোটরগাড়ি, ইলেকট্রনিক ও আসবাব ২ লাখ টাকার মতো। কৃষিজমি ৫ বিঘার বেশি, অকৃষিজমি ৫৮ লাখ, এছাড়া বাড়ি ও অ্যাপার্টমেন্ট অন্তর্ভুক্ত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এই সম্পদ সম্পর্কে তদন্ত করছে। রায়ে বলা হয়েছে, বাজেয়াপ্ত করা সম্পদ থেকে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণ দিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে অবস্থান করছেন।
