সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

মামলা ও গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন মেহজাবীন

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরী পারিবারিক ব্যবসা সংক্রান্ত এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩-এর বিচারক আফরোজা তানিয়া তাঁদের জামিন মঞ্জুর করেন।

কী অভিযোগে পরোয়ানা?

বাদী আমিরুল ইসলামের অভিযোগ—ব্যবসায়িক অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে মেহজাবীন ও তাঁর ভাই ২৭ লাখ টাকা নেন, পরে সেই টাকা ফেরত না দিয়ে হুমকি ও ভয়ভীতি দেখান।
এই অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার একটি আদালত।

মেহজাবীনের প্রতিক্রিয়া: ‘অভিযোগ ভিত্তিহীন’

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ বিবৃতি দিয়ে পুরো ঘটনাকে ভিত্তিহীন বলেছেন মেহজাবীন। তিনি দাবি করেছেন—অভিযোগের পক্ষে বাদীর কাছে একটিও প্রমাণ নেই।

মেহজাবীন জানান:

  • মামলাটি ২০২৫ সালের মার্চে করা হলেও গত ৯ মাসে তিনি কিছুই জানতেন না,

  • কারণ অভিযোগকারী পুলিশকে তাঁর সঠিক ফোন নম্বর বা ঠিকানা দেননি,

  • অভিযোগকারী দাবি করলেও কোনো লেনদেনের স্ক্রিনশট, ম্যাসেজ, হোয়াটসঅ্যাপ বা ব্যাংক প্রমাণ দেখাতে পারেননি।

তার ভাষায়, “২০১৬ সাল থেকে আমার সঙ্গে ব্যবসা করার দাবি করা হলেও একটি মেসেজ বা উত্তর পর্যন্ত দেখাতে পারেননি।”

জামিন পেয়েছেন দুজনেই

আত্মসমর্পণের পর মেহজাবীন ও তাঁর ভাইয়ের আইনজীবী জামিন আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেন। মামলার পরবর্তী কার্যক্রম এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।