রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

বরিশালে ছাত্রদল নেতার হামলায় তিন পুলিশ আহত

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৫ রোববার

বরিশাল মহানগরীর ভাটারখাল এলাকায় ছাত্রদল নেতা মাসুম হাওলাদারের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। অতর্কিত হামলার সময় মাসুম পুলিশের এক সদস্যকে কামড়ে পালিয়ে যান।

 

শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে টিএসআই মাহাবুব আলম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং আরও ৬০–৭০ জনকে অজ্ঞাতনামা রেখে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

 

গ্রেফতার এড়াতে পালিয়ে গেলেও মাসুমের স্ত্রী রিমি বেগমসহ চারজনকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে। আটক অন্যরা হচ্ছেন—সোহেল হাওলাদার, রিফাত ও শিল্পি আক্তার।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছাতেই মাসুম ও তার স্বজনেরা লাঠি ও ইট নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে এসআই নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন।

 

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।