একটা মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে- মির্জা ফখরুল
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৬ নভেম্বর ২০২৫ রোববার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায়কে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তিনি অভিযোগ করে বলেন, “একটা মহল নৈরাজ্য সৃষ্টি করতে পাঁয়তারা করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ এসেছে, তা নষ্ট করা যাবে না।”
রোববার জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতি ব্যবহার করে কিছু মহল দেশে আবারও নৈরাজ্য তৈরি করার অপচেষ্টা করছে।
তিনি বলেন, মওলানা ভাসানী আজীবন মানুষের মুক্তি ও কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন তিনি দেখে যেতে না পারলেও জিয়াউর রহমানের নেতৃত্বে সে সম্ভাবনা দেখেছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফখরুল বলেন, “বাংলাদেশের রাজনীতি এক বিভ্রান্তিকর অবস্থায় আছে। ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। বহু নেতা–কর্মী গ্রেপ্তার, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। অবশেষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।”
তিনি মনে করেন, মানুষের আকাঙ্ক্ষা ও চাওয়া সঠিকভাবে ধরতে পারছে না রাজনৈতিক নেতৃত্ব। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কাঠামো ঠিক করতে চাইলেও তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে কি না—এখনই বলা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে তিনি বলেন, “অনেক বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। কিছু মহল পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। দেশের মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো একটি নির্বাচিত সরকার।”
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কালবিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন দিন। জনগণের পক্ষে থাকা একটি নির্বাচিত সরকারই এখন জরুরি।”
