ওয়াশরুম ভিডিও নিয়ে নতুন বিতর্ক: খোলামেলা ক্ষমা চাইলেন মিথিলা
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে তিনি অক্টোবরের শেষে থাইল্যান্ডে পাড়ি জমান মূল প্রতিযোগিতায় অংশ নিতে।
তবে মঞ্চে ওঠার আগেই পুরোনো এক ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বছর সাত-আট আগে তোলা সেই বহুল আলোচিত ‘ওয়াশরুম ভিডিও’ ঘিরে সম্প্রতি লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন মিথিলা। নেটিজেনদের লাগাতার নেতিবাচক মন্তব্যে তিনি বিরক্তি ও দুঃখ প্রকাশ করেন।
লাইভে মিথিলা বলেন, ঘটনার সময় তারা সবাই অল্প বয়সী ছিলেন এবং বিষয়টি একটি প্র্যাঙ্ক হিসেবেই হয়েছিল। তিনি জানান, “ওই ঘটনায় আমরা ছোট ছিলাম। ভিডিওতে যে মানুষটি ছিল, সে আমাদের বন্ধুই ছিল। আমরা এটাকে একধরনের মজা ভাবেই করেছিলাম।”
বিতর্কিত ভিডিও নিয়ে ভুল স্বীকার করে তিনি আরও বলেন, “আমি ছোট ছিলাম, বুঝিনি। বোকার মতো কাজটা করেছি। এজন্য আমি বহুবার ক্ষমাও চেয়েছি।”
তিনি অভিযোগ করেন, কয়েক বছরের পুরোনো একটি ভিডিওকে কেন্দ্র করে এখনো অনেকে তাকে নিয়ে নেতিবাচক প্রচার চালাচ্ছেন, যা তার প্রতিযোগিতার প্রস্তুতি ও মানসিক অবস্থাকে ব্যাহত করছে।
মিথিলার ভাষ্য “৭/৮ বছরের পুরোনো ভিডিও ঘিরে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করলে আমার ক্ষতি ছাড়া কিছু হবে না। এভাবে চললে প্রতিযোগিতায় জেতাও কঠিন হয়ে যাবে।”
থাইল্যান্ডে শুরু হওয়া মিস ইউনিভার্স–এর মূল আসরে এখন বাংলাদেশি প্রতিযোগী হিসেবে মিথিলাকে ঘিরে প্রত্যাশা ও সমালোচনা দুটিই সমানভাবে বাড়ছে।
