টঙ্গীতে টমেটো রেঁস্তোরার জমকালো উদ্বোধন
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
গাজীপুরের টঙ্গীর আমতলী এলাকায় জাভান হোটেলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ‘টমেটো রেঁস্তোরা’র। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে রেঁস্তোরাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার মো. সায়মন খান।
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. সায়মন খান জাভান হোটেলের দায়িত্ব গ্রহণ করেন ৫ আগস্ট ২০২৪ সালের পরে। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি খাবারের মান, স্বাস্থ্যবিধি ও গ্রাহকসেবা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
মানবিক দায়িত্ববোধ থেকে তিনি ২০২৫ সালের আগস্ট থেকে প্রতি শুক্রবার একটি এতিম খানায় একবেলা খাবারের ব্যবস্থা চালু করেন এবং তা নিয়মিতভাবে পালন করছেন।
উদ্বোধনী দিনে রেঁস্তোরার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ মো. সায়মন খান বলেন
“টমেটো রেঁস্তোরার যাত্রা শুধু ব্যবসার জন্য নয়। আল্লাহর রহমত ও মানুষের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। এতিম ও অসহায় শিশুদের মুখে একবেলা হাসি ফোটাতে পারা আমার কাছে সবচেয়ে বড় সন্তুষ্টি। আমার প্রতিষ্ঠানের পাশে সবসময় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।”
এদিকে বিয়ে, জন্মদিন, সামাজিক অনুষ্ঠান ও করপোরেট মিটিংসহ বিভিন্ন আয়োজনে আগাম বুকিং নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
