বিএনপি ক্ষমতায় এলে ভারতের দাদাগিরি’ বন্ধে অগ্রাধিকার-মির্জা ফখরুল
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের ভোটে দায়িত্বে এলে ফারাক্কা ও তিস্তা চুক্তি, ন্যায্য পানির হিস্যা, এবং সীমান্তে হত্যাকাণ্ড—এই তিনটি ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের ওপর কোনো ধরনের চাপ বা প্রভাব বিস্তারের চেষ্টা রোধে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “ভারত আমাদের প্রতিবেশী। চাইলে সুসম্পর্ক রাখা যায়। ১৯৭১ সালে তারা আমাদের সাহায্য করেছে—তাই সহযোগিতা আরও বাড়ানো উচিত। কিন্তু আমরা উল্টো দৃশ্য দেখছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে, সবকিছু নিয়েছে—কিন্তু দেয়নি।”
মির্জা ফখরুল ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জে আসেন। বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
