‘আ.লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে’
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত : ১১:০৭ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে একটি ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠে প্রকৃত সাংগঠনিক শক্তি খুবই কম। শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম আরও উল্লেখ করেন যে, বিএনপির মনোনয়ন ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা ফেব্রুয়ারির নির্বাচনের শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনাকে শক্তিশালী করেছে। তিনি বলেন, বিএনপির সংসদীয় প্রার্থীদের তালিকা ঘোষণা নিয়ে অনেকেই আশঙ্কা করেছিলেন যে, এতে বিশৃঙ্খলা হতে পারে, কিন্তু ঘটনাটি অনেকটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটি প্রমাণিত করে যে বিএনপি যথেষ্ট প্রস্তুতি নিয়ে কাজ করেছে।
তিনি লেখেন, "আওয়ামী লীগের সক্ষমতার সীমা স্পষ্টভাবে দেখছি এবং তা খুবই ছোট।" শফিকুল আলম দাবি করেন যে, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে তার তৃণমূল নেটওয়ার্কের শক্তির দাবি করলেও, আসল শক্তি আসলে সীমিত। এখন তারা ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এআই শাটডাউন বা ক্ষিপ্র আন্দোলন পরিচালনা করতে সক্ষম।
তিনি আরও বলেন, "আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কোনো অস্থিরতা বা বিঘ্ন সৃষ্টি করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।"
এছাড়া তিনি পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সংগঠন এবং দক্ষতার প্রশংসা করে বলেন, তারা নির্বাচনের সুশৃঙ্খল পরিচালনার জন্য আরও আত্মবিশ্বাসী এবং সংগঠিত। তার মতে, এই বাহিনী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সক্ষম হবে।
