তিতুমীর কলেজে ছাত্রশিবিরের আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল করেছে, তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবির । আজ বৃহস্পতিবার ( ১৩ তারিখ) সকাল ১০ টার দিকে মিছিলটি কলেজের মূল ফটক থেকে মহাখালী আমতলী সড়ক প্রদক্ষিণ করে তিতুমীর কলেজের মূল ফটকে এসে শেষ হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ তারিখ, সারা দেশে লকডাউন কর্মসূচির ও নাশকতার বিরুদ্ধে কলেজ শাখা ছাত্রশিবির তাদের নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রকম স্লোগান দেয়৷ যার মধ্যে লীগ ধর জেলে ভর, আপস না সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ রাজপথ , দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, আলু না গণভোট গণভোট গণভোট, ইত্যাদি স্লোগানে সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, খাদেমুল ইসলাম সিয়াম, সাধারণ সম্পাদক মুনতাসির আনসারীসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে তিতুমীর কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, মো খাদেমুল ইসলাম সিয়াম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, আমাদের অসংখ্য ভাইকে গুম করেছে, সেসব ঘটনার বিচার আজও হয়নি। রাস্তায় এখনো জুলাইয়ের শহীদদের রক্তের দাগ শুকায়নি। সেই রক্তের দাগ মুছে যাওয়ার আগেই তারা আবার নাশকতার পাঁয়তারা শুরু করেছে। এই নাশকতা আমরা প্রতিহত করব।
তিতুমীরের সকল বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে আজ আমরা মহাখালীর আমতলী ও ওয়ারলেস এলাকায় অবস্থান কর্মসূচি পালন করব। আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যত অপকর্ম করেছে, তার সব কিছুর জবাব আজ আমরা দেব এবং ইতিহাসে মুজিববাদের কফিনে শেষ পেরেকটি ঠুকা হবে।
