বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫   কার্তিক ২৯ ১৪৩২   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৭ এএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫–২৬ গঠিত হয়েছে৷ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাসমিয়া বিনতে ফায়জুর। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পিয়াস কুমার সরকার। 


বুধবার (১২ নভেম্বর) ক্লাবের মডারেটর শেখ মোহাম্মদ রাফির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়। ক্লাবটির সহ-সভাপতিরা হলেন তৌসিফ শিকদার আবিদ, আরাফ তাহমিদ, মো. মোসাদ্দেক রাশিদ মোল্লা, মারুফা কামাল রিনি, নাইমুল হাসান নাঈম, তৌহিদুল ইসলাম শিশির ও মো. মুনতাসির আল মারুফ।


বুটেক্স সায়েন্স ক্লাবের নবনিযুক্ত সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর বলেন, বুটেক্স সায়েন্স ক্লাবের দায়িত্ব পাওয়াটা আমার জন্য সত্যিই একটা বড় সুযোগ। এই ক্লাব সবসময়ই আমাদের ক্লাসরুমের বাইরে ভাবতে, বিজ্ঞান এবং গবেষণার দুনিয়াটা নতুনভাবে দেখতে উৎসাহ দিয়েছে। এখন এই জায়গা থেকে আমি চেষ্টা করব আরও শেখার, একসাথে কাজ করার ও নতুন কিছু করার সুযোগ তৈরি করতে। আমি চাই ক্লাব এমন একটি জায়গা হোক, যেখানে সবাই নিজের চিন্তাগুলো বাস্তবে পরিণত করতে অনুপ্রাণিত হবে।


সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকার বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য হবে ক্লাবটিকে আরও বেশি উদ্ভাবন, গবেষণা ও টিমওয়ার্কের মাধ্যমে এগিয়ে নেওয়া। আমি চাই আমাদের ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম হোক, যেখানে প্রত্যেক সদস্য নিজের উদ্ভাবনী ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে।

 

উল্লেখ্য, গত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থী হোসাইন আল আশরাফ দায়িত্ব পালন করেছেন।