ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে লায়ন রফিকুল ইসলাম শান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার
জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক, খ্যাতনামা সাংবাদিক ও সমাজসেবক লায়ন রফিকুল ইসলাম শান্ত পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে ব্রাজিলের উদ্দেশে রওনা হয়েছেন।
আজ বুধবার (১২ নভেম্বর) বিকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাজিলের উদ্দেশে যাত্রা করেন।
জানা গেছে, লায়ন রফিকুল ইসলাম শান্ত ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিবেশন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো কনভেনশন (ইউএনএফসিসিসি)-এর ৩০তম কনফারেন্সে সংবাদ সংগ্রহ করবেন। পাশাপাশি তিনি দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে গণমাধ্যম কাঠামো, সাংবাদিকতার স্বাধীনতা ও বৈশ্বিক সহযোগিতা বিষয়ে আলোচনায় অংশ নেবেন।
এর আগে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহে অংশ নিয়েছিলেন। এছাড়াও, পেশাগত দায়িত্ব ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে লায়ন রফিকুল ইসলাম শান্ত এর আগেও একাধিক দেশ সফর করেছেন। তার সফর তালিকায় রয়েছে- চীন, সিঙ্গাপুর, আরব আমিরাত, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটান, কম্বোডিয়া, সৌদি আরব, লাওস, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র।
সাংবাদিকতার পাশাপাশি লায়ন রফিকুল ইসলাম শান্ত মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। সংবাদ মাধ্যমের মানোন্নয়ন ও দেশের তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে দুইজন শিশু প্রতিনিধি কপ-৩০ সম্মেলনে অংশ নিচ্ছে বলে জানা গেছে। তারা উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসের অভিজ্ঞতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।
স্থানীয় নাগরিক সমাজ ও সংস্থা যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জীবাশ্ম জ্বালানি খাতের প্রভাব এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিদলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
দেশ ছাড়ার আগে লায়ন রফিকুল ইসলাম শান্ত সাংবাদিক সমাজ, পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও শুভকামনা প্রার্থনা করেছেন। “সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তর্জাতিক মানের সাংবাদিকতা বিকাশে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ,”- জানিয়েছেন লায়ন রফিকুল ইসলাম শান্ত।
